ইবির প্রজ্বলিত-৩৫ শ্রেণী প্রতিনিধিদের চড়ুইভাতি অনুষ্ঠিত

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 71689 Shares

ইবির প্রজ্বলিত-৩৫ শ্রেণী প্রতিনিধিদের চড়ুইভাতি অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ৩৫ তম ব্যাচ "প্রজ্বলিত-৩৫" এর শ্রেণী প্রতিনিধিদের নিয়ে ক্যাম্পাসের জিমনেসিয়াম প্রাঙ্গণে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিরা অংশ নেয়৷ যদিও ঈদের ছুটিতে বাড়ি চলে যাওয়ায় অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। বৃষ্টিভেজা দিনে নিজেরা নিজেরাই রান্নার আয়োজন করে ব্যাপক খানাপিনা হয়। আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন জাতির নানা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রানা মোহাম্মদ অভি। যাকে রেখেই সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। রান্নার হেড বাবুর্চির দায়িত্ত্বে ছিলেন তুখোড় ছাত্রনেতা আইসিটি বিভাগের রাহিকুল ইসলাম এবং সহকারী বাবুর্চির দায়িত্ত্বে ছিলেন আইসিটি বিভাগের কবি মিনহাজ তাজনিম হিমেল। আয়োজনের পূর্বে নারী সিআরবৃন্দ রান্নার কাজ করবেন বলে জানালেও রান্নার সময় তাদেরকে সরেজমিনে পাওয়া যায়নি৷ তারা রান্নাকালীন সময়ে সেলফি তোলা ও আড্ডা দেওয়ায় ব্যস্ত ছিলেন বলে গোপন সূত্রে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির ক্রাশ তাকি খান, জাতির ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার জান্নাতুল তামান্না, পার্ট টাইম বাবুর্চি পাপসী, লল্যান্ড (লালনের ইংলিশ টার্ম) ব্যান্ডের গিটারিস্ট আশিক, প্রমীলা ক্রিকেট টিমের ব্যাটসম্যান শাম্মী আক্তার, জ্বালানীমন্ত্রী সুজন ইসলাম, মডেল ফারিহা আঁখি, জাতির মামু মৌ, জন প্রশাসক তৌসিফ তুফান, পিথাগোরাসের খালাতো ভাই গনিতবিদ জেড এম আতিকুর সহ ক্যাম্পাসের সব সেলিব্রেটিরা৷ এতো বেশি সেলিব্রেটিদের আনাগোনা ছিলো যে সবার নামও লেখা সম্ভব হচ্ছেনা। এতোসব সেলিব্রেটিদের মাঝে দাওয়াত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইসিটি বিভাগের আমজনতা সাজ্জাদ হোসেন সৈকত। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান সফল হওয়ায় আয়োজকদের ধন্যবাদ দিয়েছে উপস্থিতরা এবং আফসোস জানিয়েছে অনুপস্থিতরা।
বি: দ্র: নিউজটি যারা পুরোটা না পড়ে লাভ রিয়েক্ট দিবে তাদের জন্য সমবেদনা।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    trudeau approves new canadian flag design Rumor has it Canadian prime minister Justin Trudeau, working closely with The Honourable Pablo Rodriguezo, Canadian Heritage minister and Quebec Lieutenant, have finalized the new flag design. Trudeau stated "We are very excited to unveil this updated design which better reflects the direction we are moving the country to" Once approved, unveiling is to take place this year on Canada day.


BSN