ধর্ষক সাদের বাড়িতে ডিবির অভিযান

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 72001 Shares

অনলাইন ডেস্ক: এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় আজ(৩১ মার্চ) রাত ৯ টার দিকে লম্পট সাদনানের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ(ময়মনসিংহ)। কিন্তু, তাকে খুঁজে পাওয়া যায়নি।এই বিষয়ে তার পরিবারের সদস্যদের জিজ্ঞেস করা হলে তারা কিছু জানে না বলে জানায়।এদিকে গতরাতে ময়মনসিংহে তার এক আত্মীয়ের বাড়িতেও অভিযান পরিচালনা করে RAB ও DB। সেখানেও তাকে খুঁজে পাওয়া যায়নি।এতদিন হলেও তাকে ধরতে না পারায় হতাশা ব্যক্ত করেছে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিবার।এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী জানান, "লম্পট সাদনানকে আজকে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখেছেন এলাকায়।অথচ, পুলিশ বলছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না! আর ও' যে এত খারাপ তা এলাকার মানুষ আগে জানত না।এলাকায় সে খুব ভদ্রভাবে চলাফেরা করে।" এদিকে জানা যায়, এলাকার একটা প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দিতে কাজ শুরু করেছিল।যার কারণে ঘটনাটি এতটা প্রকাশ পায়নি শুরুতে।এদিকে এই বিষয়ে ডিবির এসআই সাগর মাহমুদ বলেন, আমরা ওকে ধরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।কিন্তু, সে খুব ধূর্ত হওয়ায় ধরতে একটু সময় লাগছে।তবে ইনশাআল্লাহ্ আমরা ওকে ধরে ফেলব।প্রসঙ্গত, এই লম্পট সাদনানকে এর আগেও ২০১৮ সালে একবার RAB গ্রেপ্তার করেছিল।কিন্তু, এক রহস্যজনক কারণে তখন RAB তাকে ছেড়ে দেয়।কিন্তু, তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।এদিকে তার সঙ্গে যোগাযোগের জন্য বারবার তার মুঠোফোনে ফোন দেয়া হলেও ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।লম্পট সাদনানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাদনান ঢাকাতে অবস্থান করছে।নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার করছে।কিন্তু, তার অবস্থান ট্রেস করা যাচ্ছে না।সে ঘনঘন জায়গা পরিবর্তন করছে।এদিকে এলাকাবাসী জানান, এই লম্পট সাদনান একসময় শিবিরের রাজনীতি করত।শিবিরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে তার উঠাবসা ছিল।কিন্তু, ১ বছর আগে তাকে সংগঠন থেকে নারী কেলেঙ্কারির কারণে বহিষ্কার করা হয়।পরবর্তীতে তিনি জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনে যোগ দিয়ে রাতারাতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নান্দাইল উপজেলা শাখার সভাপতি হয়ে যান।এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ময়মনসিংহ জেলার শাখার সভাপতি অমিত হাসান দীপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তো সংগঠনের কাজে ঢাকা আছি।তাই এই বিষয়ে কিছু বলতে পারছি না।তবে সাদনান খুব ভালো সংগঠক ছিল।কিন্তু,ঘটনা সত্য হলে আমরা তাকে বহিষ্কার করব।" লম্পট সাদনানের বিরুদ্ধে অনেক দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ আছে।জানা যায়, ৪-৫ বছর আগে নান্দাইলের এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছেলেকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয় এই লম্পট সাদনান। এই ঘটনা নিয়েও তার নামে মামলা হয়েছিল।আরেকবার ময়মনসিংহে এক মেয়েকে নিয়ে রাতে পার্কে ফূর্তি করার সময় জনতার হাতে ধরা পড়ে লাঞ্ছিত হন তিনি।তখনও তাকে পুলিশে দেয়া হয়েছিল।লম্পট সাদনানকে নিয়ে নান্দাইল শহরের সৈয়দ ইশতিয়াক নামের এক অভিভাবক জানান, "ওর কারণে আমার মেয়েটা ঠিকমতো স্কুলেও যেতে পারত না।ওর কারণে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে।এই বিষয়ে আমরা অনেকবার থানায় অভিযোগ করলেও কোনো কাজ হয়নি।সে প্রেমের নামে অনেক মেয়ের সম্ভ্রম নষ্ট করেছে।আসলে ও' একটা দুশ্চরিত্রবান ছেলে।"

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    trudeau approves new canadian flag design Rumor has it Canadian prime minister Justin Trudeau, working closely with The Honourable Pablo Rodriguezo, Canadian Heritage minister and Quebec Lieutenant, have finalized the new flag design. Trudeau stated "We are very excited to unveil this updated design which better reflects the direction we are moving the country to" Once approved, unveiling is to take place this year on Canada day.