Report24: সবার প্রিয় ক্রিকেটার আয়াছ উদ্দিন বাবু আছে যেন হাজারো মানুষের হ্রদয়ে

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

2059 59592 Shares

গতানুগতিক পরিবার থেকে প্রাথমিক লড়াই ও সংশয় কাটিয়ে উঠে আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পথে নিজের যাত্রার কথা তুলে ধরেছেন ক্রিকেটার আয়াছ উদ্দিন বাবু।

টেকনাফ উপজেলার বাহারছড়ার কৃতি সন্তান উত্তর শিলখালী ক্রিড়া পরিষদের সভাপতি বাবু ছোট কাল থেকে খুব ক্রিকেট প্রিয় ছিলেন ক্রিকেটি ছিল তার জীবনের অন্যতম স্বপন, সম্প্রতি আয়াছ উদ্দিন বাবু জানান ‘আমার বাবা কখনো আমাকে ক্রিকেটার হিসেবে দেখতে চাননি। একজন সফল ক্রিকেটারের জীবন সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এমনকি জাতীয় ক্রিকেটাররা কতোটা বিখ্যাত বা কতোটা আয় করেন এ বিষয়েও তার ধারণা ছিল না। এজন্য প্রথমদিকে ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন ছিল। তবে আমি বয়স ভিত্তিক টুর্নামেন্টে খেলতে পেরেছি যা আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছে নিজের পছন্দের খেলাটি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে।’


তিনি আরো বলেন, ‘ আমার প্রতিভা দেখে আমার বাবা আমাকে ইস্পাহানি প্র্যাকটিস ক্লাবে ভর্তি করিয়ে দেন, সময় আমার ক্রিকেটার হওয়ার পথটি বদলে যায়। আমি ওই ইভেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছিলাম।’

ক্রিকেটার আয়াছ উদ্দিন বাবু বলেন, ‘আমার বাবাও আমার অনেক খেলায উপস্থিত ছিলেন এটি আমার এবং আমাদের সকলের জন্য একটি বড় সম্মাননা ছিল।’

বয়স ভিত্তিক ঘরোয়া ক্রিকেটে দারুণ সূচনার পর, ইস্পাহানিতে খেলেন বাবুল। আয়াছ উদ্দিন বাবুল আরো জানান মাঝখানে আমার বাবার মৃত্যুতে আমার যেন সব হারিয়ে গেছে সাপোর্ট থেকে শুরু করে সব কিছু পরিবারের হাল এসে গেল নিজের উপর তখনি দুঃখের সাথে নিবে যেতে লাগল একজন অদম্য আগ্রহের স্বপ্নযাত্রার।
বর্তমান তিনি ব্যাবসায়ীক প্রতিষ্ঠান নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন, পাশাপাশি খেলা দোলাতে সময় দিচ্ছেন বলে তিনি জানান।

This is a satirical website. Don't take it Seriously. It's a joke.

loading Biewty

Most Popular

  1. 1

    trudeau approves new canadian flag design Rumor has it Canadian prime minister Justin Trudeau, working closely with The Honourable Pablo Rodriguezo, Canadian Heritage minister and Quebec Lieutenant, have finalized the new flag design. Trudeau stated "We are very excited to unveil this updated design which better reflects the direction we are moving the country to" Once approved, unveiling is to take place this year on Canada day.